Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা

১. বিএডিসি কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচীর মাধ্যমে অনাবাদী জমি সেচের আওতায় এনে সেচ কার্যক্রম গ্রহণ।

২. অচালু/অকেজো গভীর নলকূপ সচলকরণের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ।

৩. গভীর নলকূপ ও শক্তি চালিত পাম্পের পূনর্বাসন।

৪. প্রয়োজন মত ও পরিমিত সেচ প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে স্মার্ট কার্ড ভিত্তিক প্রিপেইড মিটার স্থাপন।

৫. গভীর নলকূপ চালু রাখার স্বার্থে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষন সেবা প্রদান।

৬. গভীর নলকূপ পরিচালনা করে সময় মত কৃষককে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে দ্রুত স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা গ্রহণ। 

৭. প্রকল্প/ কর্মসূচির মাধ্যমে ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ ও রক্ষনাবেক্ষন।

৮. সেচ নিয়ন্ত্রক পাইপ (সেনিপা) ব্যবহারের মাধ্যমে জমিতে অতিরিক্ত সেচ প্রদান নিরূতসাহিতকরণ

৯. ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধিকল্পে খাল খনন, রাবার ড্যাম নির্মাণ।

১০. ফিতা পাইপ ব্যবহারের মাধ্যমে উচু জমিতে সেচ সুবিধা প্রদান।

১১. কৃষক প্রশিক্ষন প্রদান।