Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

বিএডিসি'র ২০২১ সালের মধ্যে সেচ এলাকা ৫৪.৮৮ লক্ষ হেক্টর থেকে ৬০ লক্ষ হেক্টর এ (বৎসরে প্রায় ১ লক্ষ হেক্টর) উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে। একই সাথে ভূ-পরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করে উক্ত পানি দ্বারা সেচ কাজ পরিচালনা করা, সেচ দক্ষতা ৩৫% থেকে ৫০% এ উন্নীত করা। ফলন পার্থক্য ৩ টন/ হেক্টর থেকে ১ টন/ হেক্টর এ আনার পরিকল্পনা রয়েছে। প্রি পেইড মিটার স্থাপনের মাধ্যমে গভীর নলকূপ, সেচযন্ত্রের জরিপ ও পরিবীক্ষণ, ভূ-গর্ভস্থ পানির স্তর পরিবীক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে লবণ পানি অনুপ্রবেশ পরিবীক্ষণ করার পরিকল্পনা রয়েছে।

  1. সেচকাজে ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা বৃদ্ধি করা। 
  2. ভূ-গর্ভস্থ পানির ব্যবহার হ্রাস এর মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির নিম্নগামিতা রোধকরণ।
  3. সেচ দক্ষতা ৩৫% থেকে ৫০% এ উন্নীতকরণ।
  4. কৃষির উন্নয়ন পরিবেশের প্রতিকূল প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য তথ্য সংগ্রহ ও গবেষণা। 
  5. ধানের ফলন পার্থক্য (Yield Gap) ৩ টন/ হেক্টর থেকে ১ টন/ হেক্টরে কমানো।